হোম > সারা দেশ > নেত্রকোণা

পরীক্ষার আগে প্রশ্ন দিয়ে ছাত্রীকে কু-প্রস্তাব, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে পরীক্ষার দুই দিন আগে প্রশ্ন দিয়ে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজীনা শাহরীন উপজেলা একাডেমির সুপারভাইজার জোসনা বেগমকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

আজ মঙ্গলবার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজীনা শাহরীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার ভুক্তভোগী ওই ছাত্রীর ভাই অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। 

ইউএনও তানজীনা শাহরীন বলেন, ‘পরীক্ষার দুই দিন আগে প্রশ্ন দিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় প্রধান শিক্ষক সুহেল মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য একাডেমির সুপারভাইজারকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে দুই পক্ষের উপস্থিতিতে শুনানির মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

উল্লেখ্য, মদন উপজেলার মাঘান ইউনিয়নের চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমির প্রধান শিক্ষক সুহেল মিয়া এসএসসি নির্বাচনী পরীক্ষার দুই দিন আগে এক ছাত্রীর ইমো নম্বরে প্রশ্নপত্র পাঠানোর অভিযোগ ওঠে। প্রশ্নের বিনিময়ে ওই ছাত্রীকে তিনি কু-প্রস্তাব দেন বলে জানা যায়। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ ব্যাপারে ওই ছাত্রীর বড় ভাই গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। মঙ্গলবার ইউএনও তানজিনা শাহরীন অভিযোগটি তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য একাডেমির সুপারভাইজারকে তদন্তের নির্দেশ দেন। 

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন