সৌদি আরবে প্লাম্বারের কাজ করতে গিয়ে পাইপ লিকেজ হয়ে বিষাক্ত গ্যাসে মাজেদ (২২) নামে এক বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। গতকাল রোববার বাংলাদেশি সময় দুপুর ১টার দিকে ইয়াম্বুল শহরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মাজেদ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকার আমিনুর মণ্ডলের ছেলে।
জানা গেছে, গত ১ বছর ৬ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান মাজেদ। সেখানে তিনি প্লাম্বারের কাজ করতেন। ঘটনার দিন ইয়াম্বুল শহরে মাটির নিচ দিয়ে যাওয়া গ্যাসের লাইন পুরোনো হওয়ায় সেটি মেরামত করছিলেন তিনি। এ সময় পাইপ লিকেজ হয়ে গ্যাস তাঁর নাকে মুখে ঢুকে গেলে ঘটনাস্থলেই মারা যান মাজেদ। বর্তমানে তাঁর মরদেহ শহরের একটি হাসপাতালের মর্গে রয়েছে।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত আলী বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এটি খুব দুঃখজনক খবর। তাঁর পরিবারকে আমাদের পক্ষ থেকে সহায়তা করা হবে।’
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, মাজেদের বাবা আমিনুল মণ্ডল।