হোম > সারা দেশ > শেরপুর

‘আজকের পত্রিকা একঝাঁক তরুণ ও প্রবীণ সাংবাদিকের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে’

শেরপুর প্রতিনিধি

শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। 

প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার। স্বাগত বক্তব্য দেন আজকের পত্রিকার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সহসভাপতি এসএম শহিদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল। 

প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, ডিবিসি নিউজের প্রতিনিধি এসএম জুবায়ের দীপ, একাত্তর টিভির প্রতিনিধি শাকিল মুরাদ, বাংলা টিভির প্রতিনিধি নাইম ইসলাম, আজকের পত্রিকার নকলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, শ্রীবরদী উপজেলা প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি অভিজিৎ সাহা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আজকের পত্রিকা একঝাঁক তরুণ ও প্রবীণ সাংবাদিকের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে। আজকের পত্রিকা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ এবং সমাজের নানা অন্যায়, অসংগতি, অনিয়ম-দুর্নীতির পাশাপাশি উন্নয়ন ও সফলতার খবর প্রকাশ করে আসছে। 
বক্তারা আরও বলেন, আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান শেরপুরের কৃতি সন্তান। তাঁর নেতৃত্বে পত্রিকাটি আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন