হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২ 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছেন নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপরা গ্রামের আবু বক্করের ছেলে হৃদয় মিয়া (১২) ও একই গ্রামের রতন মিয়ার ছেলে ইমন মিয়া (২০)। 

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে ইটবোঝাই একটি ট্রাক নেত্রকোনা থেকে থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিল। পথে বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় চালকসহ ট্রাকে থাকা তিনজন লাফিয়ে বেঁচে গেলেও দুজন ইটের নিচে চাপা পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করেন।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন