হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে গাছের সঙ্গে ধাক্কা খেল মোটরসাইকেল, প্রাণ গেল ২ বন্ধুর

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর কাচারিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত কাকন মিয়া (১৬) শাহবাজপুর কাচারিপাড়া এলাকার সোহেল রানার ছেলে এবং সে শাহবাজপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত। অপরজন হলো মো. সিনহাত মিয়া (১৫)। সে শরিফপুর ইউনিয়নের পিঙ্গল হাটি গ্রামের মো. সুমন মিয়ার ছেলে। হাসিল বয়েজ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ূব আলী খান জানান, দুপুরে শাহবাজপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ক্রিকেট খেলে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিল দুই বন্ধু কাকন ও সিনহাত। বাড়ি ফেরার পথে শাহবাজপুর কাচারিপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে কাকন মারা যায়। আর গুরুতর আহত সিনহাতকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কাকনের দাদা আবুল হোসেন বলেন, ‘নামাজ পড়তে ছিলাম। হঠাৎ করে বাইরে বিকট শব্দ শুনতে পাই। নামাজ শেষ করে বের হয়ে দেখি আমার নাতির এই অবস্থা। কাকনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পায়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।’ 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ও কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন