Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভোজ্যতেলের নির্ধারিত দাম কার্যকরে নেত্রকোনায় ভোক্তা অধিকারের তদারকি

নেত্রকোনা প্রতিনিধি

ভোজ্যতেলের নির্ধারিত দাম কার্যকরে নেত্রকোনায় ভোক্তা অধিকারের তদারকি

নেত্রকোনায় ভোজ্যতেলের নতুন নির্ধারিত দাম কার্যকর করতে তদারকি চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তদারকির সময় মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে মেছুয়া বাজার এলাকার তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ শুক্রবার সকালে জেলা শহরের মেছুয়া বাজার এলাকায় তদারকিমূলক এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গনী এই অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা পুলিশ লাইনসের একদল পুলিশ তাঁর সঙ্গে ছিলেন। 

সহকারী পরিচালক ওসমান গনী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সয়াবিন ও পামওয়েলের নতুন নির্ধারিত দাম কার্যকরের বিষয়ে তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে বন্ধন সুপার শপকে পাঁচ হাজার, মেসার্স আশোতোষ ভৌমিককে তিন হাজার ও অরুন স্টোরকে দুই হাজারসহ তিন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাঁদের সতর্ক করা হয়।’ 

ওসমান গনী আরও বলেন, ‘জরিমানা করা ছাড়াও বিভিন্ন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনা করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।’

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর

চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার

ম্যাঙ্গো জুস কারখানায় পাওয়া গেল না কোনো আম

ইউপি চেয়ারম্যান মান্নান কারাগারে

চুরি হওয়া ৪০ মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, মালিকের লাখ টাকা জরিমানা

ব্যাংকের এমডি দুলাভাইয়ের নাম ভাঙিয়ে প্রতারণা, সাজাপ্রাপ্ত শ্যালক জেলে