হোম > সারা দেশ > নেত্রকোণা

ছাত্রদল নেতার দোকানে হামলার অভিযোগে আ.লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে আওয়ামী লীগের নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিন্টু বাদী হয়ে থানায় এ মামলাটি করেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করে আজ রোববার আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার শাহীন মিয়া সদরের কুলিয়াটি গ্রাম ও জসিম উদ্দিন মৈধাম গ্রামের বাসিন্দা। তাঁরা দুজন মদন উপজেলার আওয়ামী লীগের কর্মী। 

মামলায় মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুছকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার খান এখলাছসহ ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৬০–৭০ জনকে আসামি করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর আসামিরা দলবদ্ধ হয়ে চানগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামের মেহেদি হাসান মিন্টুর দোকানে হামলা চালান। এ সময় তাঁর দোকানে ভাঙচুর করে মালপত্র লুটপাট করে নিয়ে যান। এ ঘটনায় শুক্রবার রাতে বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, ‘মেহেদি হাসান মিন্টু ওরফে নবাবের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। আসামি শাহীন মিয়া ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে রোববার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন