জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মঙ্গল শোভাযাত্রাসহ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে পয়লা বৈশাখ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে দিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বিশাল একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন ইসলামপুর আসনের সংসদ সদস্য ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
বর্ষবরণে নারী-পুরুষ সম্মিলিত ওই শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে।
বিলুপ্ত প্রায় পালকি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়িতে যার যেমন সাজে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করে পদযাত্রায়। দুপুরে বর্ষবরণ উপলক্ষে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।