Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

আমগাছের ডালে ঝুলছিল তরুণের মরদেহ

নেত্রকোনা প্রতিনিধি

আমগাছের ডালে ঝুলছিল তরুণের মরদেহ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক তরুণের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার সিধলী ইউনিয়নের কাকুরিয়া মাছিম গ্রামে আমগাছের ডাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম কাকুরিয়া মাছিম গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। তিনি কৃষিশ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালামের জন্মগতভাবেই কিছুটা মানসিক সমস্যা ছিল। বনিবনা না হওয়ায় সম্প্রতি স্ত্রী তাঁকে তালাক দেন। প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে মায়ের সঙ্গে ঘুমিয়ে যান।

আজ বুধবার ভোরে মা আনোয়ারা বেগমের ঘুম ভেঙে গেলে তাঁর ছেলেকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে নিজ বাড়ির পাশে আমগাছের ডালের সঙ্গে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত আবুল কালমাকে দেখতে পান।

পরে সিধলী পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সিধলী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর

চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার

ম্যাঙ্গো জুস কারখানায় পাওয়া গেল না কোনো আম

ইউপি চেয়ারম্যান মান্নান কারাগারে

চুরি হওয়া ৪০ মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, মালিকের লাখ টাকা জরিমানা