হোম > সারা দেশ > জামালপুর

২ মাস ধরে ২ ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে ১০ বছর বয়সী দুই ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

অভিযুক্ত বজলুর রহমান (২৮) পৌরসভার সাতপোয়া এলাকার একটি মাদ্রাসার হিফজ বিভাগে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শিক্ষক বজলুর ওই মাদ্রাসার দুই ছাত্রকে দুই মাস ধরে ধর্ষণ করে আসছিলেন। ভুক্তভোগী এক শিক্ষার্থী গতকাল শনিবার বিষয়টি তার পরিবারকে জানায়। পরে সন্ধ্যায় ওই শিক্ষার্থীর অভিভাবক এসে শিক্ষক বজলুরের কাছে এ ব্যাপারে কৈফিয়ত চান। এ নিয়ে দুজনের মধ্যে হট্টগোল বেঁধে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শিক্ষক বজলুরকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী ছাত্রের মা বলেন, ‘আমার সন্তানের সঙ্গে দুই মাস ধরে ওই লম্পট শিক্ষক এমন খারাপ কাজ করে আসছিল। ছেলে বিষয়টি না জানালে আমরা কিছুই বুঝতে পারতাম না।’ ওই শিক্ষক একই প্রতিষ্ঠানের অপর এক ছাত্রের সঙ্গেও এমন অপকর্ম চালিয়ে আসছিলেন বলে ওই মা জানান।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন