Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়ীতে মেলায় গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

সরিষাবাড়ীতে মেলায় গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে নানাবাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ মমিনুল ইসলাম (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মমিনুলের নানাবাড়ি সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের বড় ঝুকনা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মমিন। গতকাল বুধবার বিকেলে ছোট বোনকে নিয়ে মমিনুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের নানাবাড়ি বেড়াতে আসেন। রাতের খাবার খেয়ে নানার সঙ্গে পাশের মুশুদ্দি গ্রামে মাজারে মেলা দেখতে যান। সেখান থেকে তিনি হারিয়ে যান।

মমিনুলের নানা মোহাম্মদ আলী বলেন, গতকাল রাতে মমিনুল তাঁর সঙ্গে মাজারে যান। একপর্যায়ে মমিনুল নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। আজ সকালে ধানখেতে তাঁর লাশ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনপি অফিসের ভাড়া বাকি কোটি টাকা, পিস্তল হাতে দলীয় সাবেক উপমন্ত্রী

বকশীগঞ্জে আগুনে ৮ দোকান পুড়ে ৩৫ লাখ টাকার ক্ষতি

অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি: আরও এক লাশ উদ্ধার

অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২

‘ব্রিজ দিয়া পার অইলে জীবনডা সার্থক ওইতো’

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ

‘ঈদমেলা’ নামে অশ্লীল নাচ-গান, নারীসহ ৩৮ জন গ্রেপ্তার

কেন্দুয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

প্রদর্শনীতে বিঘ্ন ঘটায় ঈশ্বরগঞ্জে সিনেমা হলে ভাঙচুর, আগুন