জামালপুরে দেশের পাঠকপ্রিয় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে শহরের শহীদ হারুণ সড়কে আজকের পত্রিকার কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান হীরু, বীর মুক্তিযোদ্ধা খন্দকার জালাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান ডল, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা সংবাদদাতা মোখলেছুর রহমান লিখন, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানী, প্রথম আলোর আব্দুল আজিজ, সাঈদ পারভেজ তুহিন, দেশ রূপান্তরের ময়না আকন্দ, বণিক বার্তার আরিফ আকন্দ।