হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় ‘পারিবারিক বিরোধের জেরে’ কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা তবিয়ারগাতী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কিশোরের নাম বাশার মিয়া (১৭)। তিনি গগডা তবিয়ারগাতী গ্রামের আবুল কাশেমের ছেলে। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে ওসি এনামুল হক জানান, উপজেলার তবিয়াগাতী গ্রামের আবুল কাশেমের সঙ্গে একই গ্রামের আবুল হাসেমের বিরোধ চলে আসছিল। আজ রোববার সন্ধ্যায় আবুল কাশেমের ছেলে বাশার মিয়ার আর আবুল হাসেমের ছেলে সারোয়ার মিয়া ব্যাডমিন্টন খেলছিল। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। 

একপর্যায়ে সারোয়ার তার কাছে থাকা ছুরি দিয়ে বাশারের শরীরে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন বাশারকে দ্রুত পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর থেকে আবুল হাসেম ও তার ছেলে পলাতক। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। 

ওসি মো. এনামুল হক আরও বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দাবি না মানলে ২৮ জানুয়ারি ট্রেন বন্ধ করে কর্মবিরতি

শেরপুরের মিষ্টি আলু রপ্তানি হচ্ছে জাপানে

ময়মনসিংহে ডিসি কার্যালয় ঘেরাও অটো চালকদের

৫ আগস্টের ঘটনায় উত্তরার হত্যা মামলায় আসামি বকশীগঞ্জের লোকজন, চাঁদাবাজির অভিযোগ

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

সেকশন