হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় মগড়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মো. লিয়ন মিয়া (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে নদী থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

লিয়ন মিয়া উপজেলার মঙ্গলশ্রী গ্রামের দিপু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

আটপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এসআই জানান, শনিবার সকালে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে মগড়া নদীতে গোসলে নামে লিয়ন। এ সময় তার বন্ধুরা গোসল সেরে যে যার মতো নিজেদের বাড়িতে চলে যায়। দুপুর ২টার দিকে চাচা সেলিম মিয়া নদীর পাড়ে লিয়নের কাপড় দেখতে পান। তখন তাঁরা লিয়নের খোঁজ শুরু করেন। খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের একটি ইউনিট নদীতে লিয়নের খোঁজ চালায়। রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরিরা মঙ্গলশ্রী গ্রামে মগড়া নদী থেকে লিয়নের মরদেহ উদ্ধার করে। 

এসআই আরও বলেন, লিয়নের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন