হোম > সারা দেশ > নেত্রকোণা

নারী ইউপি সদস্যকে ধর্ষণ, ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যকে ধর্ষণের অভিযোগে মো. সুজন মিয়া (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। সুজন মিয়া ইউএনও অফিসের কর্মচারী (অফিস সহকারী) বলে জানা গেছে।

আজ বুধবার নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ মামলার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার পর থেকে এতদিন ধরে সুজন মিয়া পলাতক ছিলেন। শুনেছি তিনি আদালত থেকে জামিন নিয়েছেন। তবে জামিনের কাগজপত্র এখনো হাতে পাইনি।

এরআগে গত ২২ অক্টোবর নেত্রকোনা মডেল থানায় এ মামলা হয়। তবে মামলার পর থেকে পলাতক রয়েছেন সুজন।

অভিযুক্ত সুজন মিয়া জেলা সদরের সাতবেরিকান্দা গ্রামের মো. শুক্কুর মিয়ার ছেলে। তিনি আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি মদন উপজেলায় বদলি হলেও সেখানে যোগদান করেননি।

মামলার এজহারে ওই নারী ইউপি সদস্য জানান, জেলা শহরে একটি ভাড়া বাসায় থাকেন তিনি। আসামি সুজন তাঁর পূর্ব পরিচিত। সেই সুবাধে সুজন প্রায়ই তাঁর বাসায় আসা যাওয়া করতেন। প্রায় সময় সুজন তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তবে এসবে পাত্তা দেননি তিনি। এক পর্যায়ে গত ১১ অক্টোবর রাতে সুজন নানা বাহানায় ঘরে ঢুকে গামছা দিয়ে মুখ বেঁধে তাঁকে ধর্ষণ করে। পরে এ ঘটনায় ২২ অক্টোবর থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে মো. সুজন মিয়ার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জেলা প্রশাসক বনানী বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত সুজনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় তাকে বরখাস্ত করা হবে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন