Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

মোহনগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে ৩ জনের কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

মোহনগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে ৩ জনের কারাদণ্ড
মোহনগঞ্জে ভ্রাম্যমাণ আদালত টিকিট কালোবাজারির অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিচ্ছেন। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির সময় হাতেনাতে তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এর পাশাপাশি তাঁদের অর্থদণ্ড করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর নাজমুজ সাকিব এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ বেলা ৩টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। মোহনগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার মো. খসরু (২৫), একই এলাকার ফুল মিয়া (৪৫) ও জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের আবু সাইম (২৫)। তাঁদের মধ্যে খসরু ও সাইমকে ৫০০ টাকা ও ফুল মিয়াকে ৯০০ টাকা জরিমানা করা হয়।

সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মোহনগঞ্জ চলাচলকারী মহুয়া কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার থেকে আগে থেকেই কিনে রেখে অধিক দামে যাত্রীদের কাছে বিক্রি করে একটি চক্র। যাত্রীদের থেকে এমন অভিযোগ পেয়ে আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।

মো. মাহমুদুল হাসান মেহেদির নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা তিনজন টিকিট কালোবাজারিকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পাশাপাশি তাঁদের অর্থদণ্ড করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত তিনজনকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ‍ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে থানাহাজতে রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে তাঁদের কারাগারে পাঠানো হবে।

রোগী দেখেন ফার্মাসিস্টনার্স-স্টাফরা, স্বাস্থ্যঝুঁকি

পরোয়ানায় বছর পার, সাজাপ্রাপ্তের জামিন

বাম জোটের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

স্ত্রী-সন্তান রেখে স্কুলছাত্রীকে নিয়ে পালিয়েছেন যুবক

কেন্দুয়ায় স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে চালককে হত‍্যা করে অটোরিকশা ছিনতাই

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালানো আসামি নেত্রকোনায় গ্রেপ্তার

শিক্ষকের মানহানির প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

‘এমন কোনো দিন নাই দুয়েকটা গাড়ি উইলডেয়া পড়ে না’

ঘিয়ে ভাজা টক-মিষ্টি জিলাপি