হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, মালিকের লাখ টাকা জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জের সামাইকোনা এলাকায় আজ সোমবার বিকেলে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করেন। আজ সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ডিসিএস বিল্ডার্স নামের ইটভাটায় অভিযান চালানো হয়।

উপজেলার সামাইকোনা এলাকায় অবস্থিত ওই ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই চলছিল।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মতিন, মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সামাইকোনা এলাকায় কংস নদীরতীরে ডিসিএস বিল্ডার্স নামের ইটভাটায় অবৈধভাবে ইট তৈরি ও পোড়ানো হচ্ছিল। এটির মালিক পৌরসভার বিপ্লব কুমার রায়। তিনি ইটভাটার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই এটি পরিচালনা করছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের বলেন, ইটভাটাটি অবৈধভাবে চলছিল। অভিযানে চিমনি, কাঁচা-পোড়া ইট ধ্বংস করা হয়। পরে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন