হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুর সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ১৯: ০২
জব্দ করা ভারতীয় পণ্য। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৩২ লাখ মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, সানগ্লাসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাঁষি তালতলী সীমান্ত এলাকা থেকে এসব চোরাই পণ্য জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া বিওপির একটি টহল দল মায়াঘাঁষি তালতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ১১১৮/৬-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই চোরাই পণ্যগুলো জব্দ করা হয়। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় ২০ হাজার ৮৪৪ সানগ্লাস, ৪১টি শাড়ি, ১৫টি লেহেঙ্গা। জব্দ করা পণ্যের মূল্য প্রায় ২ কোটি ৩১ লাখ ৭৯ হাজার টাকা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

নদীর জমি দখল, হচ্ছে বিক্রিও

হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেপ্তার

নেত্রকোনায় এসআইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

নেত্রকোনায় সাবেক কলেজশিক্ষকের লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন