হোম > সারা দেশ > নেত্রকোণা

জমিতে কীটনাশক ছিটাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় শাক খেতে কীটনাশক ছিটাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার সিংধা ইউনিয়নের বাসাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আপন চন্দ্র দাস (১৫) একই গ্রামের নকুল কুমার দাসের ছেলে ও এলাকার ননি গোপাল মঞ্জুশ্রী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

আজ রাত ১০টার দিকে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকেলে বাড়ির পাশে লাল শাকের খেতে কীটনাশক ছিটাতে যায় আপন। এ সময় খেতে বৈদ্যুতিক সেচ মোটরের তারের সঙ্গে পেঁচিয়ে বিদ্যুতায়িত হয় আপন। দ্রুত তাকে উদ্ধার করে পাশের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন থানায় আসছেন। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন