হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে ধানখেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

দুর্গাপুরে ধান খেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে একটি ধানখেত থেকে আছিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিরবির গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

আছিয়া খাতুন ওই এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে। তাঁর স্বামী জীবিত নেই। সংসারজীবনে তিনি নিঃসন্তান ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিরিশিরির শিরবির গ্রামের বোনের বাড়িতে থাকতেন আছিয়া। দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। উপজেলাজুড়ে ঘুরে বেড়াতেন। রাতের বেলায় কখনো বাড়ি ফিরতেন, কখনো ফিরতেন না। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে দাখিনাইল চৌরাস্তায় স্থানীয় লোকজন তাঁকে ঘোরাফেরা করতে দেখে। কিন্তু ওই রাতে তিনি বাড়ি ফেরেননি। আজ শুক্রবার সকালে এলাকার একটি ধানখেতে পড়ে থাকা তাঁর মরদেহ স্থানীয় লোকজন দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় লোকজন ও আছিয়া খাতুনের স্বজনদের ভাষ্যমতে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন