নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় হাওরে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে উপেজলার রাজঘাট হাওরে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক শহীদ মিয়া (৫২) উপজেলার মেন্দীপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
নিহতের ভাই স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে গ্রামের সামনে রাজঘাট হাওরে মরিচখেত পরিচর্চার কাজ করছিলেন শহীদ মিয়া। দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় শহীদ মিয়ার ওপর বজ্রপাত পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, এ ঘটনায় নিহত শহীদ মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।