হোম > সারা দেশ > ময়মনসিংহ

নালিতাবাড়ীতে ট্রাকচাপায় নিহত ১, আহত ২ 

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেলচালক। আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের নয়ানিকান্দা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেল আরোহী হলেন শেরপুর সদর উপজেলার চর জঙ্গলদী গ্রামের ছামাতুল্লার ছেলে মোয়াজ্জেম (১৮)। আহতরা হলেন একই এলাকার বাসিন্দা মোটরসাইকেল আরোহী শামীম (১৮) ও জাহিদ (১৯)। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া। তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক আটক করা সম্ভব হয়নি। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শেরপুরের চর জঙ্গলদী এলাকার তিন বন্ধু মোয়াজ্জেম, শামীম ও জাহিদ মোটরসাইকেলে করে গতকাল সন্ধ্যার দিকে নালিতাবাড়ী আসছিলেন। নালিতাবাড়ী পৌর শহরের নয়ানিকান্দা বাইপাস এলাকায় এলে বিপরীতমুখী একটি ট্রাক আরেকটি ট্রাককে অতিক্রম করার সময় মোটরসাইকেলের সামনে চলে আসে। এ সময় সামনে থাকা একটি হাঁস বাঁচাতে মোটরসাইকেল থেমে গেলে বিপরীতমুখী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। 

ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক মোয়াজ্জেম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন শামীম ও জাহিদ। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল এবং নিহত ব্যক্তিকে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে যান।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন