Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

খেতে অটোরিকশাচালকের লাশ, পিটিয়ে হত্যার অভিযোগ স্বজনদের

শেরপুর প্রতিনিধি 

খেতে অটোরিকশাচালকের লাশ, পিটিয়ে হত্যার অভিযোগ স্বজনদের
প্রতীকী ছবি

শেরপুরের সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা কান্দাপাড়া গ্রামে খেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ওই গ্রামের একটি খেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত দেলোয়ার হোসেন (৩৮) হরিণধরা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা হাসমত আলীর ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে দেলোয়ার হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এলাকাবাসী তাঁর লাশ শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী একটি খেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবারের অভিযোগ, দেলোয়ারকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির মিথ্যা অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কাদের বিরুদ্ধে এই অভিযোগ সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সদর থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পা ঘোষ জানিয়েছেন, লাশের শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অটোরিকশা চুরির অভিযোগকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দেলোয়ারকে হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

নকলা উপজেলা পরিষদের কর্মচারীর ‘কেলেঙ্কারি’: এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, অফিসও করছেন

শেরপুরে বিএনপি নেতা বাদল হত্যায় গ্রেপ্তার ৩

গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মোহনগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

জামালপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত, বাসে আগুন

লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য

ইসলামপুরের বিভিন্ন গ্রামে আজ রোজা শুরু

মাদারগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

অবশেষে ‘জীবিত হলেন’ সুরধ্বনী, পাবেন ভাতা

বাসরঘর থেকে আটক যুবক, অন্য কিশোরীকে ধর্ষণের মামলা