জামালপুরের মাদারগঞ্জে একটি তরমুজ পাঁচ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে। আজ বুধবার পৌর শহরের আব্দুল আলী মির্জা কাশেম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় একটি নিলামের আয়োজনে তরমুজটি বিক্রি করা হয়। তরমুজটি কিনে নেন ওই মাদ্রাসার সহকারী অধ্যাপক আশরাফুন নিসা ফাহিমা।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠে বেড়ে ওঠা একটি গাছে ওই তরমুজটি ধরে। খাওয়ার উপযোগী হলে আজ বুধবার সকালে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব গোলাম রব্বানী তরমুজটি বিক্রির জন্য নিলাম ডাকেন। পরে মাদ্রাসার ১০ জন শিক্ষক দাম ডাকেন। শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকায় কিনে নেন সহকারী অধ্যাপক আশরাফুন নিসা ফাহিমা।
নিলামের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে তরমুজের গাছটি বেড়ে উঠে এবং তাতে তরমুজ ধরলে তা নিলামের মাধ্যমে পাঁচ হাজার টাকায় বিক্রি করে মাদ্রাসার ক্যাশে জমা করা হয়। এই টাকা মাদ্রাসার উন্নয়নের কাজে ব্যবহার করা হবে।’