জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এ ঘটনা ঘটে।
মরিয়ম আক্তার মেরুরচর উত্তর পাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
মেরুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, রোববার দুপুরে মরিয়ম আক্তার তার দাদি রুশেদা বেগমের সঙ্গে ভাটি কলকিহারা গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। আজ সকালে মরিয়ম তার ফুফুর বাড়ির আরও এক শিশুর সঙ্গে খেলতে যায়। খেলার এক সময় ওই বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে ১১টার দিকে স্থানীয়রা ওই পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।