প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটি। এতে ঈদে ঘরমুখো মানুষেরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। ঈদের আগে পুনরায় ট্রেনটি চালু করে দুর্ভোগ নিরসনে বিভিন্ন কর্মসূচি পালন করছে মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম নামে একটি সংগঠন। তবে কর্তৃপক্ষ বলছে, ইঞ্জিন সংকটের কারণে আপাতত ট্রেনটি বন্ধ রয়েছে।
গতকাল ময়মনসিংহ রেলওয়ে জংশনে গিয়ে দেখা গেছে, ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী বন্ধ লোকাল ট্রেনটি পাঁচটি যাত্রীবাহী ও একটি মালবাহী বগি নিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে বসার সিটগুলো ময়লা আবর্জনায় গাঢ় হচ্ছে। স্থানীয়রা বলছেন, রাতের বেলায় ট্রেনটিতে মাদক সেবনসহ অসামাজিক কর্মকাণ্ড হয়। দ্রুত ট্রেনটি চালুর সিদ্ধান্ত না হলে মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হবে।
জানা গেছে, লোকবল, যাত্রীসংকটসহ নানা কারণে ময়মনসিংহ থেকে একের পর এক লোকাল ট্রেন বন্ধ হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী করোনার পর থেকে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে চলা আট জোড়া লোকাল ট্রেন বন্ধ রয়েছে। এতে লক্ষাধিক যাত্রী নিরাপদ সেবা থেকে বঞ্চিত। ময়মনসিংহ স্টেশন থেকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের দূরত্ব ৬৮ দশমিক ৫ কিলোমিটার। গত ২৯ ডিসেম্বর লোকাল ট্রেনটি বন্ধ রয়েছে। এতে বিকল্প পথে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের।
জানতে চাইলে ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, ইঞ্জিন সংকটের কারণে ট্রেনটি বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা চাইলে যেকোনো সময় ট্রেন চালু হতে পারে।