Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ট্রেন বন্ধ, চরম ভোগান্তি

ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ  

ট্রেন বন্ধ, চরম ভোগান্তি
ঈদে ঘরমুখো মানুষের ভিড়। গতকাল ময়মনসিংহ জংশন স্টেশনে। আজকের পত্রিকা

প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটি। এতে ঈদে ঘরমুখো মানুষেরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। ঈদের আগে পুনরায় ট্রেনটি চালু করে দুর্ভোগ নিরসনে বিভিন্ন কর্মসূচি পালন করছে মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম নামে একটি সংগঠন। তবে কর্তৃপক্ষ বলছে, ইঞ্জিন সংকটের কারণে আপাতত ট্রেনটি বন্ধ রয়েছে।

গতকাল ময়মনসিংহ রেলওয়ে জংশনে গিয়ে দেখা গেছে, ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী বন্ধ লোকাল ট্রেনটি পাঁচটি যাত্রীবাহী ও একটি মালবাহী বগি নিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে বসার সিটগুলো ময়লা আবর্জনায় গাঢ় হচ্ছে। স্থানীয়রা বলছেন, রাতের বেলায় ট্রেনটিতে মাদক সেবনসহ অসামাজিক কর্মকাণ্ড হয়। দ্রুত ট্রেনটি চালুর সিদ্ধান্ত না হলে মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হবে।

জানা গেছে, লোকবল, যাত্রীসংকটসহ নানা কারণে ময়মনসিংহ থেকে একের পর এক লোকাল ট্রেন বন্ধ হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী করোনার পর থেকে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে চলা আট জোড়া লোকাল ট্রেন বন্ধ রয়েছে। এতে লক্ষাধিক যাত্রী নিরাপদ সেবা থেকে বঞ্চিত। ময়মনসিংহ স্টেশন থেকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের দূরত্ব ৬৮ দশমিক ৫ কিলোমিটার। গত ২৯ ডিসেম্বর লোকাল ট্রেনটি বন্ধ রয়েছে। এতে বিকল্প পথে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের।

জানতে চাইলে ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, ইঞ্জিন সংকটের কারণে ট্রেনটি বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা চাইলে যেকোনো সময় ট্রেন চালু হতে পারে।

ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়ায় ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু

জামালপুরে সরকারি পুকুর থেকে মাছ লুট, বিএনপি নেতাকে অব্যাহতি

মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢাকা: এনসিপি নেতা-কর্মীদের গলা ধাক্কা

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত: সাগর নেই, তাই হয়নি ঈদের কেনাকাটা

ময়মনসিংহে ছাদ থেকে লাফিয়ে পড়ে নিহত তরুণীর পরিচয় মিলেছে

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ ড্রেজার ধ্বংস, ৬ লরি জব্দ

ময়মনসিংহে বহুতল ভবন থেকে পড়ে তরুণী নিহত

ময়মনসিংহে কখন কোথায় ঈদের জামাত

কারাগার থেকে বের হতেই ফের গ্রেপ্তার ইসলামপুরের বহিষ্কৃত মেয়র

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি