হোম > সারা দেশ > নেত্রকোণা

বন্যার পানির চাপে ভেঙে পড়ল রেলসেতু

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় বন্যার তীব্র পানির চাপে উপজেলার অতিতপুর রেলস্টেশন-সংলগ্ন রেললাইনের ৩৪ নম্বর রেলসেতু ভেঙে গেছে। এতে ঢাকা-মোহনগঞ্জ রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বারহাট্টা উপজেলার স্টেশন মাস্টার গোলাম রব্বানী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গোলাম রব্বানী জানান, রেলসেতু ভেঙে মোহনগঞ্জের সঙ্গে ঢাকা-ময়মনসিংহসহ সারা দেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আন্তনগর ট্রেন হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ২৬২ নম্বর লোকাল ট্রেন আটকা পড়েছে বারহাট্টা স্টেশনে। 

স্টেশন মাস্টার বলেন, গত বুধবার থেকেই বারহাট্টায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে উপজেলার সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তীব্র চাপ থাকার কারণে ৩৪ নম্বর রেল সেতুর পাশের মাটি সরে ভেসে গেছে। মোহনগঞ্জ থেকে ঢাকার রেলযোগাযোগ বন্ধ থাকলেও বারহাট্টা থেকে ঢাকা বা অন্যান্য জায়গায় রেলযোগাযোগ চালু আছে। 

গোলাম রব্বানী বলেন, পানির স্রোত বেশি থাকায় এবং রেলসেতুর পাশের মাটি বেশি পরিমাণে সরে যাওয়ায় খুব দ্রুত এটি সংস্কার করা সম্ভব নয়। তাই রেলসেতুটি সংস্কারে একটু সময় লাগবে। 

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ