সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে মুক্তি উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় বিএনপির আয়োজনে আনন্দ মিছিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সেতুর বাজারসংলগ্ন বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয় থেকে এ আনন্দ মিছিল বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাছুম চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্যসচিব খসরু আহমেদ প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ভাটি বাংলার সিংহপুরুষ লুৎফুজ্জামান বাবর মিথ্যা ও ষড়যন্ত্র মামলার শিকার হয়েছেন। একে একে সকল মামলা থেকে মুক্তি পাচ্ছেন তিনি। ১০ ট্রাক অস্ত্রের সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় লুৎফুজ্জামান বাবর ২০ বছর ধরে জেলে। অবশেষে হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন তিনি। তাতে তাঁরা আনন্দিত।
এ সময় বলা হয়, তাঁরা আশা করছেন, আগামী ১৫ জানুয়ারি লুৎফুজ্জামান বাবর তাঁদের মাঝে ফিরে আসবেন।