Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় খালে ভাসছিল কিশোরের মরদেহ 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় খালে ভাসছিল কিশোরের মরদেহ 

নেত্রকোনার বারহাট্টায় হৃদয় মিয়া ওরফে সেলিম (১৬) নামে এক কিশোরের মরদেহ খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার সাহতা ইউনিয়নের সাবানিয়াকান্দা গ্রামে নিজ বাড়ির পেছনের খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোরের পরিবারের দাবি, সেলিম মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিল। তার প্রতিবন্ধী কার্ডও রয়েছে। এর আগে গত রোববার দুপুর থেকে সে নিখোঁজ ছিল। সেলিম সাবানিয়াকান্দা গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সেলিম মাঝে মধ্যেই বাড়ি থেকে চলে যেত। কয়দিন পর কখনো নিজেই বাড়ি চলে আসত। কখনো পরিবারের লোকজন তাঁকে বাড়িতে নিয়ে আসত। গত রোববার দুপুর থেকে সেলিমকে খুঁজে পাচ্ছিল না পরিবার। পরে মঙ্গলবার দুপুর ১টার দিকে বাড়ির পেছনের খালে সেলিমের মরদেহ ভাসতে দেখে পরিবার। পরে মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়। বিকেলে পুলিশ গিয়ে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে। 

পরিবারের ধারণা মৃগী রোগে আক্রান্ত হওয়ায় পানিতে পড়ে সেলিম মারা গেছে। তার কোনো শত্রু নেই। 

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক বলেন, মরদেহর গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মায়ের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, মালিকের লাখ টাকা জরিমানা

ব্যাংকের এমডি দুলাভাইয়ের নাম ভাঙিয়ে প্রতারণা, সাজাপ্রাপ্ত শ্যালক জেলে

৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

নেত্রকোনায় যুবককে বাজার থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

নকলা উপজেলা পরিষদের কর্মচারীর ‘কেলেঙ্কারি’: এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, অফিসও করছেন

শেরপুরে বিএনপি নেতা বাদল হত্যায় গ্রেপ্তার ৩

গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মোহনগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

জামালপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত, বাসে আগুন

লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য