Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

শিশু শিক্ষার্থীকে ৪০ বার কান ধরে ওঠবস, প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি

শিশু শিক্ষার্থীকে ৪০ বার কান ধরে ওঠবস, প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ

নেত্রকোনার মোহনগঞ্জে এক শিক্ষার্থীকে ৪০ বার কান ধরে ওঠবস করানোসহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আইরিন নাজনীনের বিরুদ্ধে। গত ১২ অক্টোবর উপজেলার বার্ত্তারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এই ঘটনা ঘটে।

আজ রোববার দুপুরে শিক্ষার্থীর বাবা নির্যাতনের ঘটনায় মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগ থেকে জানা গেছে, ওই বিদ্যালয়ের একটি শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থতার কারণে গত ১০ ও ১১ অক্টোবর বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। সুস্থ হয়ে ১২ অক্টোবর বিদ্যালয়ে যায়। ওই দিন পঞ্চম শ্রেণির সাধারণ বিজ্ঞান ক্লাস চলার সময়ে প্রধান শিক্ষক আইরিন নাজনীন শ্রেণিকক্ষে প্রবেশ করেই ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে দুদিন অনুপস্থিত থাকার কারণ জানতে চান। 

ওই শিক্ষার্থী প্রধান শিক্ষককে জানায় সে দুদিন অসুস্থ ছিল। এই উত্তরে সন্তুষ্ট হননি প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক ওই শিক্ষার্থীর ওপর ক্ষিপ্ত হয়ে শাস্তি হিসেবে ৪০ বার কান ধরে ওঠবস করার নির্দেশ দেন। অন্যথায় তাকে ৪০টি বেত্রাঘাত করা হবে বলে জানান। প্রধান শিক্ষকের নির্দেশে বাধ্য হয়ে ৪০ বার কান ধরে ওঠবস করে সে। বাড়ি ফেরার পর সন্ধ্যায় কোমরে তীব্র ব্যথা শুরু হয় তার। পরিবারের লোকজন তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। 

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ‘শিক্ষার্থীদেরকে ক্লাসে শারীরিক ও মানসিক নির্যাতন করা সরকারিভাবে নিষেধ থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক আইরিন আমার ছেলেকে যেভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে তা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। আমি ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’ 

এ বিষয়ে প্রধান শিক্ষক আইরিন নাজনীন বলেন, ‘ওই শিক্ষার্থীকে কান ধরে ওঠবস করানোর বিষয়টি আদৌ সত্য নয়। তবে সে ক্লাসের পড়া শিখে না আসায় আমি তাকে শাসিয়েছি মাত্র।’ 

অভিযোগ পাওয়ার বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন। তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জলমহালের মাছ লুট নিয়ে সংঘর্ষ, ধনু নদে ৩ লাশ

আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, আহত ৮

জৈব পদ্ধতিতে করলা চাষে সফল কাজীম উদ্দিন

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

হালুয়াঘাটে ৩০ লাখ টাকার ভারতীয় জিরা ও সাবান জব্দ

একের পর এক আগুন, উজাড় বন

আ.লীগ ঘুরে শিক্ষক আবুল ফের বিএনপিতে

নদে ভাসছিল কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ

শ্রীবরদীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

ধর্ষণকাণ্ডে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার