শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে করিম মিয়া (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঝুলগাঁও গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়ে খবির মিয়া (১৮) নামের এক তরুণ শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি একই গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।
নিহত করিম মিয়ার বাবা মো. রবিউল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে একদল বন্য হাতি খাবারের সন্ধানে পাহাড় থেকে সোনাঝুড়ি মালাকোচা বিট এলাকায় বালিজুরী রেঞ্জ অফিসের পশ্চিম পাশের লোকালয়ে নেমে আসে। এ সময় বন্য হাতির দল করিম মিয়ার ধানের খেত নষ্ট করছিল।
রবিউল ইসলাম আরও বলেন, খবর পেয়ে কয়েকজনকে নিয়ে বন্য হাতি তাড়ানোর চেষ্টা করলে হাতির দল করিম মিয়ার ওপর আক্রমণ করে। তাতে গুরুতর আহত হয়ে করিম মিয়া ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী তাঁর লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। এ সময় এগিয়ে গেলে খবির মিয়া নামের এক তরুণ বন্য হাতির আক্রমণের শিকার হন। তাঁকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, বন্য হাতির আক্রমণে একজনের নিহত হওয়ার ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহত ও আহত দুজনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।