Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ধর্ম প্রতিমন্ত্রীর অজ্ঞাতে তৈরি নৌকার তোরণগুলো ভেঙে ফেলেছে প্রশাসন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ধর্ম প্রতিমন্ত্রীর অজ্ঞাতে তৈরি নৌকার তোরণগুলো ভেঙে ফেলেছে প্রশাসন

জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের তোরণ নির্মাণ করা হয়েছিল। ওই সব তোরণে আওয়ামী লীগের প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসহ নৌকা প্রতীকের পোস্টার সাঁটিয়ে দেওয়া ছিল। আচরণবিধি লঙ্ঘন করায় আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তোরণগুলো ভেঙে ফেলা হয়েছে। 

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। উপজেলা শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে স্টেশন মোড় এলাকাসহ উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারের মূল প্রবেশ পথে, টুংরাপাড়া ব্রিজপাড়, চন্দনপুর মোড় এবং কড়ইতলা মোল্লাহ বাজারে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে গেটসহ নৌকা প্রতীকের বিশাল তোরণ নির্মাণ করা হয়। নির্মিত ওই সব তোরণে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছবিসহ ‘নৌকায় ভোট দিন’ লেখা সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়। 

এ নিয়ে গতকাল আজকের পত্রিকার অনলাইনে খবর প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে প্রশাসনের উদ্যোগে তোরণগুলো ভেঙে দেওয়া হয়। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামান চৌধুরী বলেন, ‘নির্বাচনী প্রচারণায় গেট এবং প্রতীকের তোরণ নির্মাণ করা যাবে না।’ 

গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারে নির্মিত নৌকার তোরণ ভেঙে ফেলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকাকাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের প্রার্থী এসএম শাহীনুজ্জামান শাহীনের সমর্থক পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় নির্মিত গেট ও নৌকা প্রতীকে তোরণগুলো প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হয়েছে।’ 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘নির্বাচনী প্রচারণায় গেট কিংবা প্রতীকের তোরণ নির্মাণ করা যাবে না। এটা আচরণবিধি লঙ্ঘন। আমরা যেগুলো গেট এবং তোরণ নির্মাণের খবর পেয়েছিলাম, তার সবগুলোই ভেঙে দিয়েছি।’

ভবনের কাজ ফেলে ঠিকাদার উধাও

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর বিবস্ত্র লাশ

জনগণ সাফার করছে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন: ডা. শফিকুর রহমান

যমুনার ভাঙনের মুখে শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীর পাড়ের মানুষ

মির্জা আজমের সাবেক এপিএস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদ থেকে সাময়িক বরখাস্ত

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

হত্যা করে লাশ মাটিচাপায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

রওশন এরশাদের ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবি

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আগস্টে হত্যা মামলার সেই বাদীর এবার লাশ উত্তোলনে বাধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট