হোম > সারা দেশ > শেরপুর

শ্রীবরদীতে বিদ্যুতায়িত হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুতায়িত হয়ে নুরুজ্জামান (৫০) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার খোশালপুর এলাকার মনিরা অটো ব্রিকসে এ ঘটনা ঘটে। মৃত নুরুজ্জামান পার্শ্ববর্তী বকসীগঞ্জের গোয়ালগাও পশ্চিমপাড়া এলাকার আমজাদ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের পর নুরুজ্জামান কাজের শেষে ইটভাটার টিউবওয়েলে গোসল করতে যান। এ সময় আগে থেকেই বিদ্যুতের ছেঁড়া তার পড়ে টিউবওয়েলের পাড় বিদ্যুতায়িত হয়। কিন্তু নুরুজ্জামান সেটি বুঝতে পারেননি। গোসলের জন্য বালতি থেকে পানি নেওয়ার জন্য মগ দিলে সেখানেই তিনি বিদ্যুতায়িত হন। পরে ইটভাটার অন্যান্য শ্রমিক ও আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী বকসীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

শ্রীবরদী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’ 

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন