হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরীতে ছেলের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

নিহত ব্যক্তির নাম জমির উদ্দিন (৬৫)। লেপসিয়া গ্রামের বাসিন্দা তিনি। গ্রেপ্তার ছেলের নাম জুয়েল (২৮)। 

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল প্রায় সময় টাকার জন্য বাবাকে চাপ দিতেন। গতকাল রোববার বিকেলে ফের টাকার জন্য বাবাকে চাপ দেন। এ সময় বাবা টাকা দিতে পারবেন না বলে জানান। এ সময় জুয়েল ক্ষিপ্ত হয়ে একটি বাঁশের লাঠি দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করে। জমির উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ পর মারা যান। 

খবর পেয়ে লেপসিয়া ফাঁড়ি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ছেলে জুয়েলকে আটক করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে রাতেই থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন