হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে ঢলের পানিতে আমনের ক্ষতি ৯৭ কোটি টাকা, দুশ্চিন্তায় কৃষক

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

গত কয়েক দিন ধরে উজানের ঢল ও বৃষ্টি না হওয়ায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পানি দ্রুত কমেছে। তবে নিম্নাঞ্চলে পানি নামছে ধীরে। সেই সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। ঢলের পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি-ঘর, রাস্তা ও পুকুর ডুবে ভেসে গেছে মাছ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমনের খেত। 

উপজেলা কৃষি তথ্যমতে, চলতি মৌসুমে ঢলের পানিতে তলিয়ে গিয়েছিল প্রায় ১০ হাজার হেক্টর জমি। এর মধ্যে পানি কমে ৩ হাজার হেক্টর জমির ধান রক্ষা পেলেও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ হাজার হেক্টর রোপা আমন ধান, সরকারি হিসাবে যার মূল্য প্রায় ৯৭ কোটি টাকা। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। 

নিপা বিশ্বাস বলেন, উপজেলার সাতটি ইউনিয়নে এ বছর ১৬ হাজার ৪২০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়। এর মধ্যে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলে ঢলের পানিতে তলিয়ে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ হাজার হেক্টর আমন খেত ও ৫০ হেক্টর জমির শাকসবজি।  

ভাদুয়া গ্রামে মুহাম্মদ আলী বলেন, ধানখেত সব পচে গেছে। এখনো পানির নিচে। ঢল আমাদের নিঃস্ব করে দিয়েছে।’ 

একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের জলিল মিয়া বলেন, ‘জমি কইরাই পোলাপানগুলারে লইয়া বাঁইচা আছি। এহন পানিতে তো সব শেষ, কী হইব আমাদের আল্লাহই জানেন।’ 

গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (প্যানেল চেয়ারম্যান) নুরুল আমীন বলেন, ‘পানি একদমই ধীরে ধীরে কমতেছে। যাদের ঘরে পানি উঠছিল, তাদের ঘরে থেকে নেমে গেছে। এইবারের ধান যা আছিন সব নষ্ট। কৃষকদের সর্বনাশ হয়ে গেছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সম্প্রতি ঢলে সবচেয়ে বেশি আমন আবাদে ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনার মাধ্যমে সহযোগিতার আওতায় আনা হবে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন