Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

যমুনায় গোসলে নেমে যুবক নিখোঁজ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

যমুনায় গোসলে নেমে যুবক নিখোঁজ

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নাজমুল হাসান (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ গরুর হাট এলাকার যমুনা নদীতে এ ঘটনা ঘটে। 

নিহত নাজমুল হাসান উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উত্তরপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। 

নিখোঁজের পরিবার ও স্থানীয়রা জানান, নাজমুল আজ সকালে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে যান। নদীতে স্রোত থাকায় গোসল করার সময়ে হঠাৎ পানিতে ডুব দিয়ে আর ভেসে ওঠেননি। খবর পেয়ে পরিবারের লোকজন নদীতে সন্ধান চালায়। 

নিখোঁজের পরিবার ও স্থানীয়রা জানান, নাজমুলের খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। পরে সরিষাবাড়ী ও জামালপুর ফায়ার সার্ভিস কর্মীদের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। 

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার শহিদুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। 

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিখোঁজের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়েছে। তবে এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি।

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর

চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার

ম্যাঙ্গো জুস কারখানায় পাওয়া গেল না কোনো আম

ইউপি চেয়ারম্যান মান্নান কারাগারে

চুরি হওয়া ৪০ মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, মালিকের লাখ টাকা জরিমানা

ব্যাংকের এমডি দুলাভাইয়ের নাম ভাঙিয়ে প্রতারণা, সাজাপ্রাপ্ত শ্যালক জেলে