হোম > সারা দেশ > জামালপুর

ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ ভাইয়ের মৃত্যু

জামালপুর প্রতিনিধি 

পানিতে ডুবে নিহত তিন ভাই। ছবি: সংগৃহীত

জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে পৌরসভার ছনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আফিফ আহাম্মেদ (১৫) পৌর শহরের ছনকান্দা এলাকার মো. আহামিদুর রহমানের ছেলে ও জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষাথী, রাহি মিয়া (১৫) একই এলাকার এজাদ মিয়ার ছেলে ও দশম শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে রওশন (১৭) একই এলাকার রাজা মিয়ার ছেলে ও ঢাকার পিপারেটরী স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজন কিশোর পাড়ে ফুটবল খেলা শেষে নদে গোসল করতে নামে। সেখানে খননযন্ত্র দিয়ে বালু তোলায় বড় গর্ত ছিল। একপর্যায়ে পাঁচজন ডুবে যায়।

পরে স্থানীয় বাসিন্দারা দুজনকে জীবিত উদ্ধার করে। বাকিদের না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী মনির বলেন, ‘হঠাৎ শুনি দুইটা বাচ্চা চিৎকার করছে। দৌড়ে গিয়ে দেখি পানিতে দুজন ভেসে আছে। তাদের জীবিত উদ্ধার করি। তিনজন পানির নিচে ছিল। তাদের উদ্ধার করতে পারি নাই।’

জামালপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ‘১ ঘণ্টা অভিযান চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিয়েছি। আর কেউ নিখোঁজ না থাকার অভিযান সমাপ্ত করেছি।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন