জামালপুর প্রতিনিধি
জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে পৌরসভার ছনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফিফ আহাম্মেদ (১৫) পৌর শহরের ছনকান্দা এলাকার মো. আহামিদুর রহমানের ছেলে ও জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষাথী, রাহি মিয়া (১৫) একই এলাকার এজাদ মিয়ার ছেলে ও দশম শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে রওশন (১৭) একই এলাকার রাজা মিয়ার ছেলে ও ঢাকার পিপারেটরী স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজন কিশোর পাড়ে ফুটবল খেলা শেষে নদে গোসল করতে নামে। সেখানে খননযন্ত্র দিয়ে বালু তোলায় বড় গর্ত ছিল। একপর্যায়ে পাঁচজন ডুবে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা দুজনকে জীবিত উদ্ধার করে। বাকিদের না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী মনির বলেন, ‘হঠাৎ শুনি দুইটা বাচ্চা চিৎকার করছে। দৌড়ে গিয়ে দেখি পানিতে দুজন ভেসে আছে। তাদের জীবিত উদ্ধার করি। তিনজন পানির নিচে ছিল। তাদের উদ্ধার করতে পারি নাই।’
জামালপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ‘১ ঘণ্টা অভিযান চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিয়েছি। আর কেউ নিখোঁজ না থাকার অভিযান সমাপ্ত করেছি।’