শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে (১৪) আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার গান্দিগাঁও পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক কিশোর উপজেলার কাংশা ইউনিয়নের হালচাটি গ্রামের বাসিন্দা।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকা বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আটক কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। তাকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে আটক কিশোর ক্ষুদ্র নৃগোষ্ঠীর দিনমজুর পরিবারের ওই শিশুকে ফুসলিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। খবর পেয়ে থানা–পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।