জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানি ওরফে নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু জামিনে কারামুক্ত হয়েছেন। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে তিনি জেলা কারাগার থেকে মুক্তি পান। কারাগার থেকে বের হয়েই বিশাল শোডাউন করে বাড়ি ফেরেন তিনি। এতে নিহত সাংবাদিক নাদিমের স্বজনেরা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ বলেন, ‘উচ্চ আদালত থেকে জামিন পেয়ে আজ বিকেলে ৫টার দিকে কারাগার থেকে মুক্তি পেয়েছেন আসামি মাহমুদুল আলম বাবু।
নাদিম হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী বলেন, গত রোববার (৩০ জুন) হাইকোর্ট বেঞ্চ আসামি বাবু চেয়ারম্যানের জামিনের আদেশ দেন। এর আগে গত ৮ মে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাবু চেয়ারম্যানের জামিন প্রশ্নে রুল জারি করেন। তখন বাবুকে জামিন কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেছিলেন হাইকোর্ট। সেই প্রশ্নে ৩০ জুন ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে তাঁকে জামিন দেন হাইকোর্ট। এর আগে হাইকোর্ট একাধিকবার বাবু চেয়ারম্যানের জামিনের আদেশ দিলেও পরে চেম্বার আদালতে জামিন স্থগিত হয়।
সরেজমিন দেখা গেছে, সাদা রঙের পাঞ্জাবি-পায়জামা পরিহিত অবস্থায় কারাগার থেকে বের হন মাহমুদুল আলম। কারা ফটক থেকে মোটরসাইকেল ও মাইক্রোবাসের বিশাল শোডাউনে বকশীগঞ্জের সাধুরপাড়া গ্রামের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আসামি মাহমুদুল আলম বাবু।
নিহত সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত বলেন, ‘হত্যা মামলার মূলহোতা বাবু চেয়ারম্যান কারাগার থেকে বের হয়েই বিশাল শোডাউন করায় আমরা হতবাক হয়েছি। একজন খুনি কার সাহসে শোডাউন করে, সেটা খতিয়ে দেখা জরুরি।’
উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ‘কারাগার থেকে বের হয়ে বিশাল গাড়ির শোডাউনে গ্রামের বাড়িতে আসেন বাবু চেয়ারম্যান।’
আরও পড়ুন-