হোম > সারা দেশ > ময়মনসিংহ

পুলিশ দেখে নেত্রকোনায় ট্রলার থেকে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

পুলিশের আটকের ভয়ে নেত্রকোনার কেন্দুয়ায় ট্রলারে জুয়ার আসর থেকে হাওরে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। তবে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এর আগে শুক্রবার উপজেলার কৈজানী হাওরে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ যুবকের নাম আবদুল হালিম (৩৫), তিনি উপজেলার ডাউকি গ্রামের আবদুল হামিদের ছেলে। 

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ হালিমের খোঁজের চেষ্টা অব্যাহত আছে।’ 

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ওই এলাকায় কৈজানি হাওরে ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) জুয়ার আসরের খবর পেয়ে কেন্দুয়া থানা-পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশ কয়েকজন জুয়াড়িকে আটকও করে। 

এক পর্যায় আটকের ভয়ে আবদুল হালিমসহ কয়েকজন ট্রলার থেকে হাওরে ঝাঁপ দেন। তবে অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ঘটনার পর থেকে হালিমের কোনো খোঁজ মিলছে না। 

খবর পেয়ে হালিমের খোঁজে তাঁর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গেলেও তাঁর কোনো সন্ধান পাননি। শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দুয়া ফায়ার সার্ভিসের কর্মী ও ময়মনসিংহ থেকে আসা একটি ডুবুরি দল নিখোঁজ হালিমকে খুঁজে পাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। 

নিখোঁজ হালিমের চাচা আজিজুল হক জানান, এলাকার আরও কয়েকজনের সঙ্গে হালিমও ওই ট্রলারে ছিল। তখন হালিমসহ তারাও নৌকা থেকে ঝাঁপ দেয়। তবে স্থানীয়দের সহায়তায় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ঘটনার পর থেকে হালিম নিখোঁজ রয়েছে।’

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন