হোম > সারা দেশ > নেত্রকোণা

পুলিশ দেখে নেত্রকোনায় ট্রলার থেকে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

পুলিশের আটকের ভয়ে নেত্রকোনার কেন্দুয়ায় ট্রলারে জুয়ার আসর থেকে হাওরে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। তবে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এর আগে শুক্রবার উপজেলার কৈজানী হাওরে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ যুবকের নাম আবদুল হালিম (৩৫), তিনি উপজেলার ডাউকি গ্রামের আবদুল হামিদের ছেলে। 

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ হালিমের খোঁজের চেষ্টা অব্যাহত আছে।’ 

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ওই এলাকায় কৈজানি হাওরে ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) জুয়ার আসরের খবর পেয়ে কেন্দুয়া থানা-পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশ কয়েকজন জুয়াড়িকে আটকও করে। 

এক পর্যায় আটকের ভয়ে আবদুল হালিমসহ কয়েকজন ট্রলার থেকে হাওরে ঝাঁপ দেন। তবে অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ঘটনার পর থেকে হালিমের কোনো খোঁজ মিলছে না। 

খবর পেয়ে হালিমের খোঁজে তাঁর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গেলেও তাঁর কোনো সন্ধান পাননি। শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দুয়া ফায়ার সার্ভিসের কর্মী ও ময়মনসিংহ থেকে আসা একটি ডুবুরি দল নিখোঁজ হালিমকে খুঁজে পাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। 

নিখোঁজ হালিমের চাচা আজিজুল হক জানান, এলাকার আরও কয়েকজনের সঙ্গে হালিমও ওই ট্রলারে ছিল। তখন হালিমসহ তারাও নৌকা থেকে ঝাঁপ দেয়। তবে স্থানীয়দের সহায়তায় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ঘটনার পর থেকে হালিম নিখোঁজ রয়েছে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন