Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে তরুণের লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী আটক

জামালপুর প্রতিনিধি

জামালপুরে তরুণের লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী আটক

জামালপুর সদর উপজেলায় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সিয়াম মিয়া (১৮)। আজ শুক্রবার সকালে জামালপুর পৌরসভার পশ্চিম নয়াপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে বিছানায় শোয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী (২৩) সেহেলী সাবরিন জয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। 

স্বজনদের অভিযোগ, সিয়ামকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, লাশের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। 

সিয়াম মিয়া নয়াপাড়া এলাকার গোলাম রাব্বানীর ছেলে। তিনি নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয়রা জানান,৬-৭ মাস আগে সিয়াম ও সাবরিন প্রেম করে বিয়ে করেন। পরিবারের সঙ্গে তাঁদের বনিবনা ছিল না। তাই তাঁরা পাশেই একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁদের দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকত। গতকাল রাতে সিয়াম ব্যাডমিন্টন খেলে বাসায় ফেরেন। সকালে সিয়ামের স্ত্রী সেহেলী সাবরিন খবর দেয় সিয়াম আত্মহত্যা করেছেন। পরে স্থানীয়রা গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

সিয়াম মিয়ার বাবা গোলাম রাব্বানি আজকের পত্রিকাকে জানান, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে তার স্ত্রী ও ভাই মিলে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি। এ ঘটনায় রাতে তিনি থানায় অভিযোগ দেবেন বলে জানান। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

১৩ মাস পর যমুনায় সার উৎপাদন শুরু

ভালুকায় অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, চালক নিহত

নকলায় ধর্ষণের আসামিকে ছিনিয়ে নিয়ে বিচার করতে থানা ঘেরাও

মাইনাসের ষড়যন্ত্র এখনো চলমান আছে: বাবর

শেরপুরে অটোরিকশা ও মোটরসাইকেলকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

এসপিবিকের অনিয়ম: ধারের শিক্ষার্থী দেখিয়ে অর্থ লোপাট

র‍্যাম্পে হাঁটল ১৩০ বিড়াল

১০ পার্সেন্ট ভোট পেলে স‍্যালুট দেব: জামায়াতের উদ্দেশে বিএনপি নেতা ফজলুর

বিদ্যালয়ের কমিটি নিয়ে সংঘর্ষ, অভিভাবক সদস্য নিহত

নান্দাইলে স্বাস্থ্য কর্মকর্তার বদলি ঠেকাতে মানববন্ধন