হোম > সারা দেশ > নেত্রকোণা

পাহাড় দেখতে গিয়ে মোটরসাইকেল উল্টে নিহত ৩

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় পাহাড় দেখতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তিন যুবক নিহত হয়েছেন।
 
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার লেংগুড়া ইউনিয়নের চেংগী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা কুমিল্লাপাড়া গ্রামের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম হোসেন (১৮) এবং হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে নবী হোসেন (৩৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সীমান্তে পাহাড় দেখতে মোটরসাইকেলে করে বের হন ওই তিনজন। উপজেলার নাজিরপুর থেকে চেংগী সীমান্তে যাওয়ার পথে চেংগী বাজারের কাছে তাঁদের মোটরসাইকেলের সামনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় দ্রুত গতিতে থাকা মোটরসাইকেলটি পাশে উল্টে পড়ে। 

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ওই তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্ত্যবরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

কলমাকান্দা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।’ 

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন