হোম > সারা দেশ > নেত্রকোণা

বন্ধুর ডাকে বাড়ি থেকে বেরিয়ে স্কুলছাত্র নিখোঁজ, পরদিন লাশ মিলল বিলে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজের একদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজধলা বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার দুপুরে দুই বন্ধু ওই স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। 

নিহত আকিব হাসান মাহিন (১৭) উপজেলার রাজপাড়া এলাকার ফারুক আহমেদ ওরফে কাশেমের ছেলে ও স্থানীয় জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতের বাবা ফারুক আহমেদের দাবি-‘পূর্বশত্রুতার জেরে মাহিনকে পরিকল্পিতভাবে হত্যা করে বিলের পানিতে ফেলে রাখা হয়েছে।’ সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 

পরিবারের বরাত দিয়ে ওসি রাশেদুল ইসলাম জানান, ‘বুধবার দুই বন্ধু মাহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বিকেল পর্যন্ত বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে করে তারা ঘুরে বেড়ায়। একপর্যায়ে রাজধলা বিলের পাড়েও তারা গিয়েছিল। সন্ধ্যায় মাহিন বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হয় পরিবারের লোকজন। ওই দুই বন্ধুর মোবাইলে কল করে মাহিনের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানায়, বিকেলে এক বড় ভাইয়ের ফোন পেয়ে মাহিন চলে গেছে। তারপর আর কি হয়েছে তারা জানে না।’ 

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘পরে সন্ধ্যায় রাজধলা বিলের পাড়ে মাহিনের মোবাইল ফোনটি পানিতে এক ব্যক্তি ভেজা অবস্থায় পায়। মোবাইল থেকে সিম বের করে অন্য মোবাইল দিয়ে পরিবারের নম্বরে কল দিয়ে বিষয়টি জানান তিনি। পরিবারের লোকজন রাতে গিয়ে বিলের কাছে খোঁজাখুঁজি করে আর কিছু পায়নি। 

বৃহস্পতিবার ভোরে গিয়ে বিলের পাড়ে মাহিনের পরিহিত জামা–কাপড় ও জুতা দেখতে পায়। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে যাই। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে দুপুরে তারা ঘণ্টাব্যাপী বিলের পানিতে খুঁজে মাহিনের লাশ উদ্ধার করে।’ 

ওসি রাশেদুল ইসলাম আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মাহিনের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দেয়নি। তবে তারা অভিযোগ দেবে বলে জানিয়েছে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন