Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ধান চুরির অভিযোগে ভিক্ষুককে বেঁধে অমানুষিক নির্যাতন, আটক ১  

প্রতিনিধি

ধান চুরির অভিযোগে ভিক্ষুককে বেঁধে অমানুষিক নির্যাতন, আটক ১  

মদন (নেত্রকোনা): নেত্রকোনার মদনে এক বৃদ্ধ ভিক্ষুককে ধান চুরির অভিযোগে অমানবিক নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় মাসুদ নামে এক যুবককে আটক করেছে মদন থানার পুলিশ।

গতকাল বুধবার (২৮ এপ্রিল) বিকেলে জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে ভিক্ষুক নির্যাতনের এ ঘটনাটি ঘটে।

নির্যাতনের শিকার ওই ভিক্ষুকের নাম আবদুল বারেক। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনহাটি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি হাওরাঞ্চলে ভিক্ষা করতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বাঁশের খুঁটিতে বেঁধে বৃদ্ধ ওই ভিক্ষুককে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। ভিডিওতে দেখা যায়, তাকে নির্মমভাবে প্রহার করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো ধান কেটে ঘরে তোলার মৌসুমে প্রতিবছরই হাওরাঞ্চল মদন উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ভিক্ষা করতে (ধান সংগ্রহ) আসেন ভিক্ষুক আবদুল বারেক। এ বছর গোবিন্দশ্রী গ্রামের আব্দুল খালেকের ছেলে ঝুমনের পরিত্যক্ত ঘরে বসবাস করে ভিক্ষা করছিলেন। গত বুধবার (২৮ এপ্রিল) সকালে মুক্তার হোসেনের ছেলে খাইরুল ধান চুরির অভিযোগে ওই ভিক্ষুককে বেঁধে রাখে। পরে তার ছোট ভাই মাসুদসহ কয়েকজন ঘণ্টাব্যাপী অমানুষিক নির্যাতন চালায়। নির্যাতনের পর মদন থানার পুলিশকে খবর দিলে পুলিশ দুই বস্তা ধানসহ ওই ভিক্ষুকে আটক করে থানায় নিয়ে যায়। পরে নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ওই রাতেই মাসুদকে আটক করে পুলিশ।   

এ ব্যাপারে খাইরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বুধবার সকালে আমার বসতঘর থেকে আব্দুল বারেক ধান চুরি করে। আমি তাঁকে পুলিশে দিয়েছি।

মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, এ ঘটনায় মাসুদ নামে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর