নেত্রকোনার মোহনগঞ্জে মাটিভর্তি লরিচাপায় সাইকেল আরোহী রাব্বি মিয়া (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় এনামুল (১৫) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর লরিচালক আল আমিনকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে নিহত স্কুলছাত্রের বাবার করা মামলায় আল আমিনক গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
নিহত রাব্বি তেঁতুলিয়া গ্রামের রাসেল মিয়ার ছেলে। রাব্বি স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। আহত এনামুল একই গ্রামের এখলাছ মিয়ার ছেলে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, রাতে রাব্বির বাবা রাসেল মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার সকালে আসামি আল আমিনকে আদালতে পাঠানো হয়েছে। আহত এনামুলকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।