হোম > সারা দেশ > ময়মনসিংহ

জলমহাল নিয়ে বিরোধ: ‘প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের নাটক’

নেত্রকোনা প্রতিনিধি

আটপাড়া থানা। ছবি: সংগৃহীত

নেত্রকোনার আটপাড়ায় জলমহাল নিয়ে বিরোধকে কেন্দ্র প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ দেওয়ার পর পুলিশ তদন্তে গিয়ে সেই রহস্য উন্মোচন করেছে।

পুলিশ জানায়, জলমহালের বিরোধের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে এই অপহরণের নাটক সাজানো হয়েছে। সোহাগ নামের যে যুবককে অপহরণের অভিযোগ করা হয়েছে, তিনি মূলত দীর্ঘদিন ধরে চট্টগ্রামে থাকেন। ঘটনার দিনও তিনি সেখানেই ছিলেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি নিজেই গিয়ে বাদীপক্ষের সঙ্গে কথা বলি। তদন্তে জানা যায়, সোহাগ দীর্ঘদিন ধরে চট্টগ্রামে কাজ করছেন। ঘটনাস্থলে তিনি উপস্থিতই ছিলেন না। জলমহাল নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে এ অপহরণের নাটক সাজানো হয়েছে।’

থানা-পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার নারাচাতল গ্রামের মো. আতিকুল ইসলাম তাঁর ভাতিজা সোহাগ মিয়াকে অপহরণ করেছে বলে থানায় লিখিত অভিযোগ করেন। একই উপজেলার দৌলতপুর গ্রামের সকাল মিয়া, হবিক মিয়াসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, গত রোববার রাতে সোহাগকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে অভিযুক্ত ব্যক্তিরা।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী মো. আতিকুল ইসলাম বলেন, “অভিযোগ সঠিকই আছে। গত রোববার রাতে আমার ভাতিজা সোহাগকে হবিক, সকালসহ অন্যরা অস্ত্রের মুখে জিম্মি করে মোহনগঞ্জে নিয়ে গিয়ে পিটিয়ে ঢাকাগামী ট্রেনে তুলে দেয়। আর বলে, ‘এলাকায় ফিরে আসলে তোকে মেরে ফেলব।’ পরে ভয়ে সে চট্টগ্রামে চলে যায়।”

মদনে গরু-কাণ্ডে বিএনপি নেতা বহিষ্কার

২ মাস ধরে ২ ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

সারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন স্কুলের শিক্ষক

পাওনাদারদের টাকা ফেরত দিচ্ছেন সেই ওসি

‘একবুক জ্বালা’ নিয়ে পূরবীর বিদায়

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানো যুবদল নেতা বহিষ্কার

ময়মনসিংহে পুকুর থেকে ৬০টি গুলি উদ্ধার

জুয়ার আসর পুড়িয়ে দিল পুলিশ

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গণপিটুনি

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপালেন যুবদল নেতা