নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার পোগলা ইউনিয়নের মৌজে পোগলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলমাকান্দা থানায় গতকালই অভিযোগ দেওয়া হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আজ শুক্রবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, ওই গ্রামের আরমোজ আলী (৭২) ও তাঁর দুই ছেলে মো. জুয়েল মিয়া (৪২) ও পোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী সোহেল রানা (৩৯) এবং নাতি মো. পলাশ মিয়া (৩০)।
অভিযুক্তরা হলেন একই গ্রামের মো. সাগর মিয়া (৩০), মো. সাজিদ মিয়া (২৮), মো. জান্নাত মিয়া (২৬), মো. সাইকুল ইসলাম (৬০), মো. রুহুল আমিন (৫০), মো. লিংকন মিয়া (২৭), মো. সোহেল মিয়াসহ ১০ জন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৌজে পোগলা গ্রামে দীর্ঘদিন ধরে আরমোজ আলী ও সাইকুল ইসলাম দুই পরিবারের মধ্যে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সকালে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আরমোজ আলীর বসত বাড়িতে হামলা চালায় সাইকুল ইসলামসহ তাঁর লোকজন। এ সময় তাঁদের হামলায় আরমোজ আলীসহ তার পরিবারের চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ঘটনায় কলমাকান্দা থানায় অভিযোগ দিয়েছেন সোহেল রানা।
এ ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, সোহেল রানা নামের একজন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।