নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
জরুরি মেরামতের কাজের জন্য শেরপুরের নালিতাবাড়ীতে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘উপজেলায় বিদ্যুৎ লাইনের জরুরি মেরামতের জন্য পৌরশহরের বাজার ফিডার ও আড়াইআনী ফিডারে এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।’