হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়ীতে ইউপি সদস্যকে মারধরের মামলায় রাজধানী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে ঢুকে এক ইউপি সদস্যকে মারধরের মামলায় উপজেলা যুবলীগের সদস্য মামুন অর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সরিষাবাড়ী থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান এই তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার মামুন অর রশীদ উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের বাসিন্দা এবং উপজেলা যুবলীগের সাবেক সদস্য। তাঁর বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মাদক, চাঁদাবাজি, ইভটিজিংসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউপি সচিবের কক্ষে ঢুকে পরিষদের উদ্যোক্তা ইমরান হোসেনকে মেয়ের জন্ম সনদ দিতে বলেন মামুন অর রশীদ। সনদ দিতে দেরি হওয়ায় হাত ভেঙে ফেলার হুমকি দেন তিনি। এ নিয়ে সচিবের কক্ষে বসে থাকা ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম প্রতিবাদ করেন। একপর্যায়ে দুজন বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়লে ইউপি সদস্যকে কিল-ঘুষি-লাথি মেরে টেনে-হিঁচড়ে পরিষদ থেকে বের করে নেওয়ার চেষ্টা করেন।

এ ঘটনায় মামুন অর রশীদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় ইউপি সদস্য রেজাউল করিম বাদী হয়ে গত ১৫ মে মামলা করেন। মামলা হলে এলাকা ছেড়ে পালিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসায় আত্মগোপন করেন তিনি। পুলিশ আজ শনিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ডোয়াইল ইউপি সদস্যকে মারধরের ঘটনায় মামুনের বিরুদ্ধে থানায় মামলা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে মামুনকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন