হোম > সারা দেশ > জামালপুর

আগুনে পুড়ে শেষ সম্বল হারিয়ে নিঃস্ব দরিদ্র কৃষক 

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

অন্যের বাড়িতে কাজ করে এবং গরু লালন-পালন করে সংসার চালাতেন দরিদ্র কৃষক গোলাপ মন্ডল। গতকাল আগুনে পুড়ে মারা গেছে তাঁর দুটি গরু। এতে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে তাঁর আরও দুটি গরু। শেষ সম্বল ওই গরুগুলো হারিয়ে আহাজারি করছেন তিনি।

গতকাল শনিবার রাত ১টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগা নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মশার কয়েলের আগুন থেকেই ওই কৃষকের গোয়ালঘরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রতিবেশী রিয়াদ ইসলাম সুমন বলেন, কৃষক গোলাপ মন্ডল অন্যের জমিতে কাজ করেন। গরু লালন-পালন করে সংসার চালাতেন। আগুনে পুড়ে শেষ সম্বল গরুগুলো হারিয়ে একবারে নিঃস্ব হলেন তিনি।

কৃষক গোলাপ মন্ডল আহাজারি করে বলেন, ‘মার শেষ সম্বল গরুগুলো আগুনে পুইড়ে মারা গেল। এখন আমি কীভাবে চলব?’ 

জোড়খালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম বলেন, ‘আগুনে পুড়ে দরিদ্র কৃষক গোলাপ মন্ডলের দুটি গরু মারা গেছে এবং আরও দুটি গরুর শরীর পুড়ে গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন